FTMO verification fail…

এ মাসের শুরুর দিকে পরিচিত ৩ জন FTMO এর ২য় স্টেজে fail করেছে।

ব্যাপারটা দু:খজনক হলেও সত্য।  কারন হিসেবে যেটা বুঝতে পেরেছি সেটা ছিল অভারট্রেড আর টানা ২-৩ দিন লস করলে নিজের মনোবল ভাঙ্গা প্রবনতা। হয়তো একটা জিনিস আপনার মাথায় ঘুরছে ২ মাসে তো করতে হবে ৫% এত সহজ ব্যাপারটা কেন সম্পন্ন করতে পারলো না। আসলে হোক সেটা ৫% অথবা ২% সাইকোলজির মারপ্যাচে যদি একবার পড়ে যান তাহলে সেখান থেকে নিজেকে তুলে আনাটা খুব কঠিন। লসের একাউন্ট রিকোভার করে প্রফিটে খুব কম ট্রেডারই আনতে পারে। তো এখন করনীয় কি? 

  • FTMO তে চ্যালেঞ্জ কেনার আগে নিজে নিজে Test দিন। নিজের কাছে নিজে পরীক্ষা দিন অথবা সিনিয়র পরিচিত কোন ভাইকে আপনার ট্রেড রিপোর্ট দেখান। 
  • আপনাকে যে FTMO থেকেই ট্রেড করতে হবে এই ধারনা মন থেকে দূর করুন। আগে নিজেকে গড়ার চেষ্টা করুন। 
  • ভালো হবে একটা ১০০ ডলারের সেন্ট একাউন্ট খুলে FTMO এর Risk Management Rule মেনে ট্রেড করার অভ্যাস করুন। 
  • একটা বিষয় মনে রাখবেন কোন মাসে যদি পাস নাও করতে পারেন তারপর কিন্তু Unlimited Repeat নেবার অপশন আপনার হাতে আছে। 
  • কোনরকম তাড়াহুড়া করতে যাবেন না। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে কোন বাধা নেই। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে গড়ে তুলুন। 
  • ১ বছরের একটা কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হোন। আজ FTMO কিনবেন, আগামী ২ মাসের মধ্যে ডলার আর্ন হবে এরকম চিন্তা থেকে বিরত থাকুন। 
  • সবচেয়ে বড় কথা রিস্ক রিওয়ার্ড বেশি রেখে ট্রেড করার অভ্যাস করুন। বেশি পিপস গেইনে ফোকাস দিন। 

সব কথার এক কথা আপনার একটা ডিসিপ্লিনড ট্রেডিং সিস্টেম তৈরি করতে হবে যার প্রতিটা হার্টবিট অনুসারে আপনি ট্রেড নিবেন আর ক্লোজ করবেন। যতদিন পর্যন্ত আপনার মন থেকে সায় না আসবে ততদিন কোন ধরনের ফার্মের কোন চ্যালেঞ্জে অংশগ্রহণ না করাই হবে বুদ্ধিমানের কাজ। আগে নিজে তৈরি হোন। তারপর বেচে থাকলে অনেক সুযোগ পাবেন।