ধারাবাহিক ট্রেডিং পারফরমেন্স খুব জরুরী

যতদিন আপনার মধ্যে একাউন্ট ডাবল ট্রিপল করে মানসিক শান্তি পাবার ব্যাপার থাকবে, ততবেশি আপনি স্ট্যাবল ট্রেডিং ক্যারিয়ার থেকে দূরে সরে যাবেন। আমি এমন অনেক ট্রেডার দেখেছি ব্যালেন্স ২-৩ মাসে ডাবল ট্রিপল করে আবার জিরো করে ফেলে। তখন হয়তো মনে হয় আমার তো আর লস হয় নাই। যা ডিপোজিট তার ডাবল ট্রিপল তো করেই ফেলেছি, কিন্তু আপনার অগোচরেই বিশাল লস করে ফেলেছেন। সেটা হলো আপনার সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটি। এভাবে ডাবল ট্রিপল করাটা এক ধরনের গ্যাম্বলিং।

যদি মনে করেন আপনি এই ট্রেডকে ক্যারিয়ার হিসেবে নিয়ে অনেকদূর যাবেন তাহলে প্রপার রিস্ক ম্যানেজ করে একটা স্ট্যাবল পারফরমেন্স / পোর্টফলিও এর বিকল্প নেই। প্রতিমাসে ২-৪% গেইন হলেও চেষ্টা করুন ধারাবাহিক একটা পারফরমেন্স করার। এক মাসে ডাবল করে পরে জিরো করার মাঝে কোন বীরত্ব নেই। আর ঠিক এই কারনেই বেশিদিনের ভালো ট্রেডিং হিস্টোরী বানাতে আমরা বারবার ব্যর্থ হই। 

এখন প্রপ ফার্মগুলোর ধরাবাধা নিয়মের জন্য অনেকে না চাইতেও স্ট্যাবল ট্রেডার হবার চেষ্টা করে যাচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। কিন্তু আরেকটা কথা মাথায় না রাখলে নয় যে, প্রপ ট্রেডিংটাও সবার জন্য নয়। আপনার ট্রেডিং সিস্টেম + রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো থাকে এবং ড্র ডাউন ১২-১৫% নিয়ে যদি এভারেজ ভালো একটা পোর্টফলিও বানাতে পারেন তাহলেও কিন্তু অনেক সুযোগ তৈরি হবে।

তবে আমি সব সময় যেটা বলি প্রপ ফার্মগুলোতে টাকা দিয়ে একাউন্ট নেবার আগে অন্তত ডেমোতে হলেও ৩-৪ মাসের একটা পোর্টফলিও বানানোর চেষ্টা করবেন। ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আপনি কতটা যোগ্য। আর ১ বছরের পোর্টফলিও সহ আপনার একটা সিভি ট্রেডিং জগতে আপনাকে বহুদুর নিয়ে যেতে সক্ষম।

পরিশেষে একটা কথাই বলবো, আমাদের সবারই ভালো একটা ইনকাম দরকার। সেই ইনকামের জন্য কখনো একাউন্টে রিস্ক বাড়াবেন না, যদি পারেন ক্যাপিটাল বাড়ান।