Prop firm এর প্যাকেজ নেবার আগে আরেকবার ভাবুন

কমপক্ষে ৪ মাসের একটা স্ট্যাবল পোর্টফলিও না থাকলে prop firm গুলোতে প্যাকেজ না কেনাই ভালো।
 
আমাদের গ্রুপ থেকে আগের তিনবার কনটেস্টে মোট ৯ জনকে একাউন্ট প্রদান করা হয়েছিল। কেউ শেষ পর্যন্ত উইথড্র নিতে পারেনি। এর পেছনে অনেক কারন আছে। তবে মেইন যে কারন, সেটা হচ্ছে স্ট্যাবলিটি না থাকা। কোন মাসে হয়তো ভালো করছে আবার কোন মাসে অসম্ভব রকম খারাপভাবে আগের মাসের লাভসহ একাউন্ট হারাচ্ছে। এখনো প্রতিনিয়ত অনেকে বিভিন্ন Prop firm থেকে একাউন্ট নিচ্ছেন আর ফেল করছেন। যদি মাস চারেক সময় দিয়ে নিজেকে গড়ে তুলার চেষ্টা করেন তাহলে হয়তো ফেল করতে হবে না। সব firm unlimited repeat দেয়। কিন্তু খুব কমসক্ষক ট্রেডার সেই সুযোগ নিতে পারে। সবার একটা তাড়াহুড়া কাজ করে পাশ করার জন্য। 
 
prop firm এ যেহেতু সবকিছু করতে হয় হিসাব করে। তাই আমি সবাইকে অনুরোধ করবো prop firm এ প্যাকেজ নেবার আগে নিজের একটা মাস চারেকের পোর্টফলিও বানানোর চেষ্টা করুন। প্রতিমাসে ২-৪% গেইন হোক সমস্যা নেই। টানা কয় মাস আপনি টিকে থাকতে পারবেন সেটাই মুখ্য বিষয়। অনেক prop firm এর বেশ কিছু প্যাকেজ আছে যেখানে মাসে ১০% অথবা ৮% করতে হবে এমন রেস্ট্রিকশন নেই। যদি আপনি আপনার সিস্টেমে স্ট্যাবল থাকতে পারেন তাহলে অনেক ভাবেই আপনার ট্রেডিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।