ব্যাঙের ছাতা না খুজে নিজের পেছনে সময় দিন

ব্যাঙের ছাতার মতো অনেক ফার্ম এখন আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। সবাই লেগে আছি কোন ফার্ম কি অফার দিচ্ছে এসকল বিষয় নিয়ে। কিন্তু যে বিষয়ে মনোযোগী বেশি হবার সেখানেই সময় দিচ্ছি না। বেশিরভাগই স্ট্র্যাগল করছি টিকে থাকার লড়াইয়ে। সামনের দিনগুলোতে অনেক রেপুটেড ব্রোকার এই প্রপ ইন্ডাস্ট্রিজে আসবে। অনেকে ফি নিয়ে চ্যালেঞ্জে অংশ নেওয়াবে আবার অনেকে ফি ছাড়াই ফান্ডিং এর প্ল্যান করছে। এটা অনেক ভালো দিক। কারন রেপুটেড ব্রোকারদের সুনাম রয়েছে। তারা এই সুনাম ব্যবহার করে প্রপ ফার্মের প্রতিযোগীতায় নামবে। আর তাদের পূর্বের ব্র্যান্ডিংটা এখানে বেশ ভালোভাবেই কাজে লাগবে। এখন ব্রোকারগুলোও বুঝে গেছে পাবলিক এখন সরাসরি ডিপোজিটের থেকে প্রপ ট্রেডিংয়ে বেশি আকৃষ্ট।

রেপুটেড একটা ব্রোকারের সাথে একটা ফান্ডিং প্যাকেজ নেবার প্ল্যান করেছি। ভালো মনে হলে জানাবো। আগে পরে যত যাই হোক, চেষ্টা করুন নিজের ট্রেড আর সাইকোলজিকে নিয়ন্ত্রনে রাখার। ভালো ট্রেড পারলে ফার্মের অভাব নাই। তাই কোন ফার্ম এলো গেলো এসবে সময় না দিয়ে নিজের পেছনে সময় দিন। দিনশেষে আপনার ট্রেড আপনাকেই করতে হবে, টিকে থাকতে হবে।