ঝড়ে বক মারার মানসিকতা ঝেড়ে ফেলুন

ঝড়ে বক মারার মতো হুট করে পাস করার টার্গেট যদি থেকে থাকে তাহলে prop firm আপনার জন্য নয়। ঝড়ে বকে একবার না হয় পাস হলেন কিন্তু যদি টিকে থাকতে না পারেন তাহলে কিন্তু যেই লাউ সেই কদু। নিজেকে প্রশ্ন করুন, একটা একাউন্ট কিছু নির্দিষ্ট নিয়মের মাঝে বেধে রেখে কতদিন টিকে থাকতে পারবেন। prop firm এ প্যাকেজ নেবার আগে নিজের ট্রেডিংয়ের কমপক্ষে ৪ মাসের পোর্টফলিও বানানোর চেষ্টা করুন। প্রতিমাসে ২-৪% গেইন হোক সমস্যা নেই। টানা কয় মাস আপনি টিকে থাকতে পারবেন সেটাই মুখ্য বিষয়।

অনেক prop firm এর বেশ কিছু প্যাকেজ আছে যেখানে মাসে ১০% অথবা ৮% করতে হবে এমন রেস্ট্রিকশন নেই। যদি আপনি আপনার সিস্টেমে স্ট্যাবল থাকতে পারেন তাহলে অনেক ভাবেই আপনার ট্রেডিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। অমুক ভাই prop firm থেকে অনেক ইনকাম করেছে দেখে যে আপনাকেও করতে হবে এমনটা কখনো ভাববেন না। সবার রিস্ক টলারেন্স ক্ষমতা, সাইকোলজী একরকম না। কেউ নিজের ছোট ফান্ডকেও ধীরে ধীরে grow করতে পছন্দ করেন এবং একটা সময় তাদের বছরখানেকের পোর্টফলিও দিয়ে বড় ধরনের ফান্ড সহজেই পেয়ে যায়। অন্যদিকে mql5 signal থেকেও ভালো ইনকাম সম্ভব যদি আপনার স্ট্যাবল সিস্টেম থাকে। হাজারটা মাধ্যম আছে। আপনি কোন মাধ্যমে flexible সেটা খুজে বের করা বেশি জরুরী। যেখানে আপনি flexible সেটাতে ফোকাস দেবার চেষ্টা করুন। আর যদি কোন মাধ্যমেই ভালো না করতে পারেন তাহলে Trade থেকে বিরত থাকাই শ্রেয়।

দ্রষ্টব্য: নতুন ফার্ম থেকে package buy এর চেয়ে চেষ্টা করবেন reputed firm থেকে প্যাকেজ ক্রয় করার। কারো কথায় বা প্রলোভনে মুগ্ধ হয়ে বড় বড় ফান্ড, প্রফিট এগুলো শুনে প্যাকেজ ক্রয় থেকে বিরত থাকুন। শুধু affiliate এর আশায় আপনাকে প্রলোভিত করবে, অনেকে পাস করিয়ে দেবার কথা বলেও আপনাকে আকৃষ্ট করতে চাইবে। চোখ কান খোলা রেখে নিজেকে যখন প্রস্তুত মনে করবেন তখন সিদ্ধান্ত নিবেন।