ফেব্রুয়ারী-২০২২ কনটেস্টের ফলাফল

অবশেষে আমরা নতুন বছরের প্রথম কনটেস্টের তিনজন বিজয়ীকে পেয়ে গেছি। প্রথম দুইজন বর্তমানে ঢাকায় অবস্থান করছে আর তৃতীয় জন রয়েছেন খুলনায়।
কনটেস্ট রেজাল্ট- https://fxzonebd.com/november-contest-result/
  

যারা অংশগ্রহণ করেছিলেন তারা খুব ভালো ট্রেড করেছেন এটা বলা যাবে না। তবে আগের বারের থেকে কনটেস্ট বেশ জমে উঠেছিল। 

সবাই নিজেদের সেরাটা দিয়ে কনটেস্টে টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু ১৬ জনের মাঝে মাত্র ৪ জনই শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছেন। যারা পারেননি তারা নিজেদের ভুলগুলোকে নোট করে সামনের দিনগুলোতে যেন ভুলের রিপিট না হয় সেদিকে কাজ করুন। পুরোপুরি প্রস্তুত না হয়ে কোন ধরনের prop firm এর চ্যালেঞ্জ নিয়ে নিজের সময় আর অর্থের অপচয় করবেন না। 
 ট্রেডার- ১৩ (প্রথম স্থান অর্জনকারী)
শুরুর দিকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত প্রথম স্থানে পৌছাতে পেরেছেন তার প্রপার এন্ট্রি আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার জন্য। 
ট্রেডার- ০৪ (দ্বিতীয় স্থান অর্জনকারী)
কনটেস্টের শুরু থেকে বেশিরভাগ সময় প্রথম পজিশনে থাকলেও শেষদিকে একদিনে কিছু লসের কারনে পিছিয়ে পড়েছিলেন। এমনিতে overall trading performance was good. 
ট্রেডার- ০৭ (তৃতীয় স্থান অর্জনকারী)
এক সপ্তাহ শেষ হবার পর উনি কনটেস্টে যোগ দেন। এরপর calculative trade করে যান শেষ পর্যন্ত। অবশেষে ট্রেডার ৭% গেইন করে তৃতীয় স্থান অর্জন করেন। একদম ধীরে সুস্থে ৮৫.৭% ট্রেড US500 এ নিয়েই এই অবস্থানে আসতে পেরেছেন। 
সর্বোপরি সকলের অংশগ্রহণে সুন্দর একটি কনটেস্ট সমাপ্ত হলো। পরবর্তী কনটেস্ট / প্র-টেস্ট করে হবে সেটা জানতে পারবেন ফেসবুক গ্রুপ থেকে। 
ফেসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/2858317961051080
ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/channel/UCC0FGbRso2DrCfzJnnAUKdQ