ট্রেড খোলার আগে করণীয়…

একটি সহজ উদাহরণের সাহায্যে ব্যাপারটি বর্ণনা করা যাক। ধরা যাক আপনি বোলিংগার ব্যান্ড ইন্ডিকেটর দ্বারা ট্রেড করেন। আপনি জানেন H4 ক্যান্ডেল যখন বোলিঙ্গার ব্যান্ডের বাইরে চলে যায় তখন উল্টোদিকে ট্রেড ওপেন করা বেশ ভালো একটি সম্ভাবনাময় সিস্টেম। এইবার দেখা যাক আপনার করণীয়ঃ
১। সর্বপ্রথম আপনি আপনার সিস্টেমকে ভালোমত জানুন। দেখুন কখন এটি ফেইল করে।
২। ১ম বাতি উপরের দিকে বেরিয়ে গেল। আপনি ট্রেড নিলেন। ২য় বাতি আবার উপরের দিকে রওনা হলো। আপনি স্ট্রেইট বেরিয়ে যান।
৩। ১ম বাতির পরে ২য় বাতিও বেরিয়ে যায় , এমন ঘটনা কি ঘটে ?
পরপর কয়টা বাতি এরকম বেরিয়ে যেতে পারে ? ব্যাকটেস্ট করে বের করুন। সবকিছুর একটি সীমা আছে। সেই সীমা বের করুন। মনে রাখুন ব্যাংকগুলোকেও এভারেজ করে এগোতে হয়। তাদের এভারেজিং সিস্টেম খুজে বের করার চেষ্টা করুন।
৪। ট্রেড ওপেন করার সময় নিজেকে প্রশ্ন করুন –
  • এটা কি আমার স্ট্র্যাটেজির মধ্যে পড়ে ?
  • আমি কি ডে এবং উইকলি ফ্রেমে এর ট্রেন্ড খেয়াল করেছি ?
  • এটির সাপোরট/রেজিস্ট্যান্স জোন খেয়াল করেছি ?
  • ট্রেন্ড লাইনের কোনখানে আছে খেয়াল করেছি ?
  • এটি কোনো ধরনের রেজিস্ট্যান্সকে (সাপোরট/রেজিঃ লাইন,ট্রেন্ড লাইন , ডায়নামিক রেজিঃ ইএমএ ইত্যাদি) ব্রেক করেছে ?
৫। এই কায়দা কোন পেয়ারে উপযোগি তা খুজে বের করুন। AUDUSD যা মানে , GBPUSD কিন্তু তা মানে না।
৬। প্রাইস বাইরে যাওয়ার পর ফিরে আসে । কতদুর ফিরে আসে ? ভালোমত জানুন। সেই পরযন্ত ট্রেড ধরে রাখুন।
৭। বড়  টাইমফ্রেমে এনালাইসিস করুন। ছোট টাইমফ্রেমে ট্রেড করুন।
৮। লসে বেরিয়ে যেতে ভয় পাবেন না। যতই অল্প ব্যালেন্স হোক, গোলমাল মনে হলেই বেরিয়ে যান। আপনিতো মানি ম্যানেজমেন্ট মেনেই ট্রেড নিয়েছেন, তাই না ? 
সবাইকে ধন্যবাদ। সবসময় অপরকে হেল্প করুন। ভালো একটি কমউনিটি গড়ে তুলুন।

মূল লেখক: সাগর সৈকত