February contest update (after 2nd week)
২য় সপ্তাহ শেষে এখন পর্যন্ত টিকে আছে মাত্র ৬ জন। আশা করছি শেষ পর্যন্ত সবাই টিকে থাকবে। তবে বরাবরের মতই যারা ফেল করেছেন একমাত্র প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না মানার কারনে।
উইকলি রিভিউ ভিডিও করার সময় ৯ জন ট্রেডার একটিভ ছিল। এ সপ্তাহে আরো ৩জন ফেল করেছেন। আশা করবো পরবর্তী সময়ের কনটেস্টে অংশগ্রহণের আগে তারা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করবে।
রিভিউ ভিডিও দেখতে পারেন নিচের লিংক থেকে।
পরবর্তীতে কনটেস্ট আয়োজনের আগে আরো কিছু বিষয় এড করা হবে। যাতে করে প্রপার ফিল্টারিং করা যায়। একটি বিষয় লক্ষ্যনীয় সবার বেসিক কিছু ভুল বারবার হচ্ছে। নিজেকে প্রশ্ন করুন কোন জায়গাগুলোতে আপনার সমস্যা হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আপনার আশেপাশের সিনিয়র কারো সাথে বসুন। ভুলগুলো রিপিট যতদিন হতে থাকবে ততদিন আপনি সফল হতে পারবেন না।