ফেব্রুয়ারী কনটেস্ট: পার্ট-১ আপডেট
আপনারা সবাই অবগত আছেন বর্তমানে আমাদের একটি কনটেস্ট চলমান আছে। এখন দ্বিতীয় সপ্তাহ চলছে। বেশ কয়েকজন ট্রেডার ফেল করলেও অনেকে ভালো পারফর্ম করে টিকে আছে। আসলে টিকে থাকাটাই চ্যালেঞ্জ।
নিচের লিংকে গিয়ে দেখতে পারেন প্রথম সপ্তাহের ট্রেডারদের ট্রেডিং রিভিউ:
সবথেকে কঠিন কাজ হলো নিজেকে কন্ট্রোল করা। অনেক সময় অনেকে উপদেশ দিবে নিজেকে কন্ট্রোল করার কিন্তু ব্যাপারটা প্র্যাকটিক্যালি অনেক কঠিন। এখনো মাঝে মাঝে ভুল হয়ে যায় অজান্তেই। তবে আপনি একবার হলেও কিন্তু বুঝতে পারেন যে ভুল করে ফেলেছেন। ঠিক যখনি বুঝবেন তখনি একশানে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে তাড়াহুড়ায় ট্রেড করতে গিয়ে লস করে ফেলছে।
Overtrade, emotion এর কারনে অনেকে বাদ পড়ে গেছে। আশা করছি এখন যারা আছেন তারা এসব দেখার পর নিজেদের শোধরে নিয়ে ট্রেড করবেন। শুরুতেই আমি সবাইকে নির্দেশনা দিয়েছিলাম শুধু টিকে থাকতে। টিকে থাকলেই আপনি পাস। মোটামোটি ১ মাস টিকে থাকতে পারলে অনেক কিছু শেখা হয়ে যাবে।
সবার জন্য রইল শুভকামনা।