একাউন্ট করুন নিজের সঠিক ডকুমেন্টস দিয়ে

অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন,  ভাই আমি ফরেক্স শিখতেছি, এখন একাউন্ট করতে চাই? কিন্তু আমার নিজের নামে কোন বিল নেই, কোন ব্যাংক একাউন্ট নেই। কিভাবে করা যায়?

যদি আপনার নিজের নামে কোন ব্যাংক একাউন্ট নাই থাকে তাহলে আমি বলবো আপনার ফরেক্স শুরু করার যোগ্যতা এখনো হয় নি। জ্বি শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এত পরিমান বিল, ব্যাংক স্ট্যাটমেন্ট আমরা বানিয়ে বানিয়ে দিয়েছি যে কোন একদিন দেখবেন অনেক ভালো ভালো ব্রোকার বাংলাদেশকে স্পেশাল ফ্রড হিসেবে দেখে একাউন্ট ভেরিফাই করবে না। একটা ব্যাংক একাউন্ট করতে কয় টাকাই আর লাগে। যে একাউন্টটা আপনি সারাজীবন ব্যবহার করতে পারবেন। ব্রোকার থেকে টাকা উত্তোলনের ঝামেলায় যারা জীবনে পড়েননি তারা বুঝবেন না ভুয়া ডকুমেন্টস দিলে ভবিষ্যতে আপনার কতটা ক্ষতি হয়ে যেতে পারে।

হোক না ২-১ এক সপ্তাহ লেট। একটা ব্যাংক একাউন্ট করে নিজের স্ট্যাটমেন্ট দিয়ে প্রপার ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করুন। ব্যাংকিংয়ে অভ্যস্থ হোন। বিকাশে প্রতি হাজারে টাকা না দিয়ে লেনদেনগুলো ব্যাংকিং চ্যানেলে করার চেষ্টা করুন।