ভাবিয়া করিও ট্রেড, করিয়া ভাবিও না
চোখের সামনে একটা ৭০০০+ ডলারের একাউন্ট জিরো হয়ে যেতে দেখলাম। জিরো হবার কারন কি জানেন? মানি ম্যানেজমেন্ট না মানা।
আপনি স্টপ লস দিবেন কি দিবেন না এটা একান্তই আপনার নিজের ব্যাপার। স্টপলস দিলেই যে প্রপার রিস্ক ম্যানেজ হবে আর না দিলে হবে না এমনটাও কিন্তু না। হাজারো ট্রেডিং সিস্টেম আছে যেগুলো স্টপলস ছাড়া। কিন্তু যদি আপনি প্রপার লট সাইজিং না করতে পারেন, অভারট্রেড করেন তাহলে কোনভাবেই একাউন্ট বাঁচিয়ে রাখতে পারবেন না। একটু আগে হোক আর পরে একাউন্ট জিরো হবেই হবে।
যিনি এই বড় ফান্ডটি আজ জিরো করলো তিনি কিন্তু মোটেই নতুন ট্রেডার না। অনেক পুরাতন একজন ট্রেডার। আমরা কথাচ্ছলে অনেক সময় বলে থাকি আমি অমুক সাল থেকে আছি, অনেক কিছু দেখেছি। আচ্ছা সেই অনেক সাল থেকে দেখে দেখে কতটুকু গ্রহণ করতে পেরেছেন! আপনি ১৯৫৩ সাল থেকে আছেন বলেই যে আপনি অনেক ভালো ট্রেডার আর একজন গতবছর থেকে পরিশ্রম করছে বলে যে তার ভ্যালু দিতে চাই না এমনটা কি ঠিক? অনেক ৬-৭ মাস ট্রেড জানা ট্রেডারদের দেখেছি যাদের চিন্তা করার ক্ষমতা, সাইকোলজি অনেক ৫-৭ বছরের ট্রেডারের থেকেও উন্নত। এই সকল ভাইদের দেখে আশা জাগে, হয়তো সামনের দিনগুলোতে ভালো ভালো কিছু ট্রেডার এই দেশ থেকেও বের হবে। ট্রেডার ভাইটি একটু ভেঙ্গে পড়েছে। দেশের এই মুহুর্তে এই এমাউন্ট অনেক কিছু। এখন শান্তনা দেয়া ছাড়া আর কিছুই করতে পারলাম না।
জ্বি ভাই। সময় মতো না বুঝলে পরে সময় গেলে আর সাধন হবে না।