ইনকাম কোথায় বেশি?

ফ্রিল্যান্সিং শুরুর আগে অনেকেই একটা কমন প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে, কোন সেক্টরে ইনকাম বেশি। এখন যে সেক্টরে ইনকাম বেশি সেটা জানার পর সেটাই করার চেষ্টা করে। কখনো ভাবতে চায় না যে সে এই কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা। মাথায় শুধু একটাই চিন্তা অমুক ভাই এত টাকা কামালে আমি কেন পারবো না। কোন কাজে হাত দিয়ে যখন না পারি অথবা বুঝতে পারি এটা আমার দ্বারা হবে না তখন আশেপাশের সবাই আমাদের বলে যে এটা আমার দ্বারা সম্ভব না বাদ দাও। আবার হয়তবা নিজেও বুঝতে পারার পর বাদ দিয়ে অন্য কিছুতে মনযোগ দেই।

কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে যদি কোন ট্রেডারকে আপনি বলেন অনেক লস হচ্ছে এটা হয়তো আপনার সাথে যাচ্ছে না, অন্য কোন কিছু ভাবুন, তখন দেখবেন সে কোনদিনই শুনবেনা। হয় সে জানপ্রান দিয়ে নতুনভাবে শুরু করে কামবেক করবে (খুব অল্প % লোক এটা পারে) আর হয়তবা সব হারিয়ে নি:স্ব হবার পরেও বুঝতে পারবে না। একটা বিষয় মনে রাখা উচিত আমাদের সব ব্যবসা বা সব ধরনের চাকরি আমরা সবাই করতে পারি না। তাই কে কি করছে সেদিকে কান না দিয়ে যে কাজগুলো করতে আপনার ভালো লাগে সেদিকে আপনার স্কীল ডেভেলপমেন্টে মন দিন।

One thought on “ইনকাম কোথায় বেশি?

Comments are closed.