চলেন সবাই লাইনে আসি…

Every trader has bad days. As a rule, never let a bad day cost you more than you make on an average profitable day. If you average $700 on your winning days, don’t lose much more than that on a bad day. Control the downside.

আমরা মাঝে মাঝে যখন ট্রেডে লস করে ফেলি তখন মার্কেটের দোষ দেই, ট্রাম্পকে গালি দেই। এগুলো কিন্তু হবার কথা ছিল না যদি আপনি আমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতাম। সব সময় লট নেন ০.০২ হঠাত নিয়ে নিলেন ০.০৫, আর এই ট্রেডটাই লস হয়ে গেলো। তখন কিন্তু মার্কেটের দোষ দেয়া চলবে না। মার্কেট আমার কথা শুনবে না, আমাকেই মার্কেটের সাথে ভাব করে করে প্রফিট বের করে নিতে হবে। ব্যাপারটা খুব একটা সহজ নয়। ট্রেডে লস হলে কারো এনালাইসিস নিয়ে বা কারো সিগনাল নিয়ে নেতিবাচক মন্তব্য না করে যখন স্বাভাবিক থাকতে পারবেন, অন্য ব্যবসার মতো একটা সাধারন লস হিসেবে মানতে শিখবেন, তখন বুঝবেন আপনি লাইনে আছেন।

চলেন আমরা সবাই লাইনে আসার চেষ্টা করি।

One thought on “চলেন সবাই লাইনে আসি…

  1. ধন্যবাদ। আপনার মন্তব্য আমার সামনের দিনগুলোতে লেখালেখির অনুপ্রেরণা।

Comments are closed.