গোলকধাধার চক্কর
কারো কোন শেয়ারকৃত ট্রেডে অনেকে নানামুখী মতামত দিয়ে থাকেন। অনেকে নেতিবাচক আবার অনেকে ইতিবাচক। হয়তো দেখা যায় পোষ্টদাতা EURUSD pair এ সেল নিয়ে স্ক্রীনশট দিলে অনেকে বলবে এখন সেল দিলেন এখন তো আপট্রেন্ড, আবার একই ভাবে বাই দিলে বলবে এখন বাই দিলেন, মার্কেট তো ডাউনট্রেন্ড।
রিট্রেসমেন্ট নামে যে একটা ব্যাপার আছে সেটা আমরা বেমালুম ভুলে যাই। পোষ্টদাতা হয়তো যে টাইমফ্রেমে ট্রেড করে সেখান থেকে তার সিস্টেম অনুসারে সেল এসেছে এবং সে ঠিকই সেল নিয়ে প্রফিট করে বের হতে পারবে যদি সেসময় মার্কেট আপট্রেন্ডও থাকে। আমার সাজেশন হলো আপনি আপনার মতো করে ট্রেড করতে থাকুন। হোক সেটা অন্যদের থেকে আলাদা। দিনশেষে প্রফিট আনতে পারাটাই তো সবার লক্ষ্য।
low risk high gain এর বিষয়টা মাথায় রাখুন আর বাকি দুনিয়ার যে যাই বলুক সেসবে কর্ণপাত না করা ভালো। একটু অসামাজিক হয়ে উঠুন (মানে যত কম সোসাল মিডিয়ায় ট্রেড হিস্টোরী শেয়ার করা যায়)। নানামুণী নানা মত দিবেই আর এই মতামতগুলো টুকটুক করে আপনার সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটি খাবলে খাবে। Show off অথবা Trading history যদি শেয়ার করতেই চান তাহলে সেটা সঠিক জায়গায় করুন।