Take calculative risk and sleep well
Overnight, Weekend Trade ধরে রাখলে অনেক ট্রেডারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। ট্রেডিং ক্যারিয়ারের শুরুতে সবারই কমবেশি এই রোগ থাকে। ট্রেড অপেন করে ঘন্টার পর ঘন্টা মোবাইল/ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাটা একটা কমন রোগ।
যারা Proper risk management / Calculative risk নিয়ে ট্রেড করে তারা এই রোগ থেকে আরোগ্য লাভ করে সফলতার মুখ দেখে। তবে একটা বড় অংশ এই চক্রে চক্রাকারে ঘুরতেই থাকে। যারা নতুন বা ট্রেড দিয়ে সেটা বার বার দেখার জন্য মন আকুপাকু করে তারা নিচের স্টেপগুলো Follow করতে পারেন,
- Cent Account এ ট্রেড করা। এমন লট অপেন করা যাতে ট্রেড দিয়ে ২-৩ দিনের ট্যুরে গেলেও মনে পড়বে না।
- একদম মিনিমাম লট সাইজ ব্যবহার করা। মিনিমাম বলতে ০.০১ এমনটা ঠিক না। আপনার ব্যালেন্স অনুপাতে সেই লট সাইজ যাতে করে আপনার সেই ট্রেডটি স্টপলস হিট করলেও সর্বোচ্চ ১% লস হবে।
- ততটুকু এমাউন্ট ডিপোজিট করা যে এমাউন্ট আপনার পকেট থেকে হারিয়ে গেলে গায়ে লাগবে না।
এভাবে ধীরে ধীরে চেষ্টা করলে হয়তো এই রোগ থেকে বের হয়ে আসতে পারবেন।