MT4 খোলা রেখে বসে থাকাও একটা আর্ট

সারাদিনে ট্রেড না নিয়ে MT4 এর সামনে বসে থাকাও কিন্তু ট্রেডিংএর অংশ। আপনার লাইভ একাউন্ট আছে, ডলার আছে, সামনে MT4 খোলা কিন্তু আপনার সিস্টেমে ট্রেড পাচ্ছেন না বলে বসে বসে চার্ট দেখছেন এটা কিন্তু আপনার সেন্টিমেন্টকে অনেক ডেভেলপ করবে। অনেক সময় দেখা যায় যে টাইমফ্রেমে সবসময় এন্ট্রি নেই সেখানে এন্ট্রি না পেলে লোয়ার টাইম ফ্রেমে খোজা শুরু করি। এগুলো করা যাবে না। যে কোন একটা টাইমফ্রেম ঠিক করে তার থেকে হায়ার টাইমফ্রেমগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিন MT4 থেকে। সারাদিনে ১০-২০ টা এন্ট্রি নেবার থেকে সপ্তাহে ১০-১২ টা কোয়ালিটি এন্ট্রি খোজার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই ১০ টা ট্রেড আপনাকে ৮-১০% গেইন দিয়ে যাবে। 

পার্সোনালি আমি প্রতি ট্রেডে ১.৫% রিস্ক নেই। সপ্তাহে টোটাল রিস্ক থাকে ৬%, তার মানে যদি টানা ৪ ট্রেড লস করি তাহলে সে সপ্তাহ আর ট্রেড নেই না, অথবা একটা লস হলে পরের ট্রেডগুলোর লট সাইজ কমিয়ে রিস্ক আরো কমিয়ে দেই। কাজের সুবাদে অনেক ট্রেডারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তাদের সবার মধ্যে যদি বলি ৭০% এগ্রেসিভ ট্রেডার। সারাদিন ভালই থাকবে হঠাত করে জ্বীন ভর করবে তারপর ধুমছে ট্রেড। একদিনে ২০০-৩০০ ডলার লাভ করার পরও থামাথামি নাই। আবার লস হলেও থামাথামি নেই, স্বাভাবিক মানুষ অস্বাভাবিক হয়ে যায় এই ট্রেডিং এ এসেই। 

অপেক্ষা করুন কোয়ালিটি এন্ট্রির, অপেক্ষার ফল মিষ্টি হয়।