যতই হেরিবে ততই শিখিবে

When you genuinely accept risks you will be at peace with the outcome.

লস মেনে নেবার মানসিকতা যতদিন পর্যন্ত গড়তে না পারবেন ততদিন আলটিমেট প্রফিটের দেখা পাবেন না। আমরা বেশিরভাগ ট্রেডার যারা ট্রেড করি তারা ট্রেড ওপেন করার আগে ধরেই নেই যে এই ট্রেডটি প্রফিটে যাবে। সেই একই ট্রেড লসে গেলে কি করবো সেটার প্রপার প্ল্যান থাকে না। অনেককেই দেখি স্টপলস দেবার পর সেটা মুভ করে উপরে নীচে করে বসে বসে। যদি মুভই করবেন তাহলে স্টপলস দেবার কি দরকার। লসের ট্রেড আমরা হোল্ড করি দিনের পর দিন। প্রফিটের ট্রেড আমাদের টার্গেটে যাবার আগেই হয়তো ক্লোজ করে ফেলি। ফলাফল MT4 এ সবসময় রানিং লসগুলোই দেখা যায়। অভারট্রেডিং, প্রপার মানি ম্যানেজমেন্ট না থাকা, লসের ট্রেড ধরে রাখা, অন্য কারো উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা, নিজের সিস্টেমে স্থির থাকতে না পারা- ঘুরেফিরে ফরেক্সে লস করার পেছনে এই কারনগুলোই পাবেন। দেশ বিদেশে সবার লস করার প্যাটার্ন কিন্তু একই রকম। আবার যারা সফল তাদের ইন্টারভিউ দেখলে বুঝতে পারবেন তারা খুব সিম্পল কিছু ব্যাপার মেনেই প্রফিটেবল। আজই বসুন আপনার ট্রেডিং হিস্টোরী নিয়ে, হোক সেটা লসের একাউন্ট। বসে বসে নোট ডাউন করুন কেন, কি কি কারনে আপনার লসগুলো হয়। তারপর সেগুলো কিভাবে দূর করা যায় সেদিকে স্টাডি করুন। সময় দিন, শেখার কোন শেষ নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে কাজে লাগান।