আপনি কি ট্রেডিংয়ের জন্য উপযুক্ত? নিজেকে প্রশ্ন করুন।

একটা জিনিস মাথায় রাখবেন ট্রেডিং মোটেই সহজ কোন কাজ নয়। এখানে আপনার লোভ, ইমোশন থেকে শুরু করে আরো অনেক টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল ইস্যু রয়েছে। ৯০% এর বেশি মানুষ এখানে লস করে। তাহলে বুঝতেই পারছেন নিজেকে কতটা আলাদা আর স্পেশাল করতে পারলে এই মার্কেট থেকে প্রফিট বের করা সম্ভব। যদি আপনার অনেক চেষ্টার পরেও ৮-১০ বছরেও সফল না হতে পারেন তাহলে ট্রেড থেকে বিরত থাকাই উত্তম। বেশিরভাগ মানুষ সোসাল মিডিয়াতে তাদের ভালো ভালো ট্রেড, নানা সফলতার স্মারক হিসেবে দামি গাড়ি, ফোন এগুলো শেয়ার করবে। Luxurious lifestyle শেয়ার করবে। এগুলো দেখেই সাধারনত আমরা আশায় বুক বাধি। অমুক ট্রেডার পেলে আমি কেন পারবো না। কিন্তু একবারও নিজের সক্ষমতা নিয়ে ভাবি না। ঝাপিয়ে পড়ি মার্কেটের মহাসমুদ্রে।

খুব কম মানুষ ট্রেডিং এর ডার্ক সাইড শেয়ার করে। এতই কম যেটা আপনার আমার সামনেই পড়ে না। তাই নিজের অর্থ এখানে খরচ করার আগে দশবার ভাবুন তারপর সিদ্ধান্ত নিন। নিজের পর্যাপ্ত ব্যাকাপ আর ধৈর্য না থাকলে এই মার্কেট থেকে আপনি কিছু পাবেন না, সব হারাবেন।

আরেকটা বিষয় না বললেই নয়, প্রপ একাউন্ট নেবার আগে কমপক্ষে ৩-৪ মাসের পোর্টফলিও বানানোর চেষ্টা করুন। যদি সেখানে নিজের স্ট্যাবিলিট প্রমান করতে পারেন তারপর কোন ফার্মে পরীক্ষা দিন। তাছাড়া বার বার ডেমোতে অনুশীলন করতে থাকুন। নিজের দুর্বলতাগুলোকে ঠিক করার চেষ্টা করুন।

 

*** ঈদের ছুটি হোক আনন্দময়। ঈদ মোবারক। ***