ফরেক্স ফান্ড ম্যানেজমেন্ট করার ধাপসমূহ
ট্রেডিশনাল ফান্ড ম্যানেজ:
ফান্ড ম্যানেজের ক্ষেত্র আমরা সবসময় যেটা দেখে অভ্যস্থ সেটা অনেকটা নিচের মতো। যারা ফান্ড ম্যানেজ করতে চায় তাদের সাথে নিচের মিলগুলো পাবেন।
- কোন ট্র্যাক রেকর্ড থাকবে না। হয়তো মোবাইলের এপ্লিকেশন থেকে হিস্টোরী দেখাবে কিন্তু কোন proven track record থাকবে না।
- ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন থাকবে।
- ১০০-২০০ ডলার থেকে ফান্ড কালেক্ট করার চেষ্টা।
- প্রফিটের ভাগে রাজি হলেও লসের সময় সেটার কোন সুনির্দিষ্ট প্ল্যান নেই।
এতে করে যেটা হয় সবার মাঝে একটা নেগেটিভ ধারনা তৈরি হয়ে যায়।
আমি এই পুরো লেখাটিতে ফরেক্স ফান্ড ম্যানেজমেন্ট করার ধাপসমূহ নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। পরবর্তীতে একটা ভিডিও যোগ করার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক:
ফান্ড ম্যানেজমেন্ট করার ধাপসমূহ:
১. ট্র্যাক রেকর্ড তৈরি-
ফান্ড ম্যানেজ করার আগে নিজের একটি Profitable trading system থাকা জরুরি।
- Myfxbook, MQL5, বা FXBLUE-তে ভেরিফাইড ট্র্যাক রেকর্ড রাখুন।
- কমপক্ষে ৬ মাস – ১ বছরের কনসিস্টেন্ট রেজাল্ট থাকলে বিনিয়োগকারীরা আস্থা রাখবে।
২. ব্যবসার মডেল নির্বাচন-
ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য নিচের যেকোনো একটি পদ্ধতি বেছে নিন:
✅ MAM/PAMM অ্যাকাউন্ট: ইনভেস্টরদের ফান্ড তাদের নিজস্ব অ্যাকাউন্টে থাকবে, আপনি শুধু ট্রেড পরিচালনা করবেন।
✅ কপি ট্রেডিং বা সোসাল ট্রেডিং: অনেক ব্রোকার এখন এই সার্ভিস দিচ্ছে। এতে করে অন্যরা আপনার ট্রেড কপি করতে পারবে।
✅ প্রাইভেট ফান্ড বা হেজ ফান্ড: বড় লেভেলে বিনিয়োগকারীদের সাথে কাজ করার জন্য তাদের requirement fulfil করে কাজ করতে পারবেন।
৩. চুক্তি ও নিয়মনীতি নির্ধারণ-
প্রোফিট শেয়ারিং, ড্রডাউন লিমিট ও উইথড্র পলিসি নির্ধারণ করতে একটি লিখিত এগ্রিমেন্ট তৈরি করুন।
- যেমন: প্রফিটের ৩০% কমিশন
- ম্যাক্স ড্রডাউন ১৫%
- উইথড্র প্রতি মাসের শেষে
- লস হলে যতটুকু প্রফিট শেয়ার সিলেক্ট করেছেন ততটুকু ফেরতের নিশ্চয়তা প্রদান করা। ৩০% প্রফিট শেয়ারিং হলে লসের ৩০% ফেরতের বিষয়টা এগ্রিমেন্টে থাকবে।
৪. রেগুলেটেড ব্রোকার নির্বাচন:
যেসব ব্রোকার PAMM/MAM বা কপি ট্রেডিং সাপোর্ট করে তাদের সাথে কাজ করতে পারেন। তাহলে আপনার ফান্ড ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আরো ভালো হবে। অনেকে কপিয়ার ব্যবহার করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে মাস শেষে ইনভেস্টরদের একে একে নক করে প্রফিট চেয়ে নিতে হয়। PAMM/MAM বা কপি ট্রেডিং এ ধরনের ইস্যু থাকে না।
- IC Markets
- Pepperstone
- FXTM
- Blueberrymarkets
৫. লিগ্যাল সেটআপ (আইনি অনুমোদন ও রেজিস্ট্রেশন)
আপনি দুটি উপায়ে এই আইনী বিষয়গুলো গুছিয়ে নিতে পারেন:
✅ (A) প্রাইভেট ফান্ড ম্যানেজমেন্ট (লাইসেন্স ছাড়া- ছোট পরিসরে)
🔹 যদি পরিচিত ক্লায়েন্টদের জন্য ট্রেড করেন (ফ্রেন্ডস & ফ্যামিলি), তাহলে সাধারণ ফান্ড ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট (FMA) করলেই হবে।
🔹 PAMM/MAM ব্রোকারের মাধ্যমে তাদের ফান্ড ম্যানেজ করতে পারেন, যেটা আলাদা লাইসেন্স লাগে না।
🔹 ট্রেডিং পারফরম্যান্স ভালো হলে ধীরে ধীরে আরও বড় ক্লায়েন্ট নিতে পারেন।
🏦 (B) রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট (প্রফেশনাল- লাইসেন্স সহ)
🔹 যদি পাবলিক থেকে ফান্ড সংগ্রহ করতে চান, তাহলে Financial Regulatory Authority থেকে অনুমোদন লাগবে।
🔹 দেশের ওপর ভিত্তি করে লাইসেন্স প্রয়োজন হতে পারে:
-
UAE: DFSA (Dubai Financial Services Authority)
-
UK: FCA (Financial Conduct Authority)
-
USA: SEC (Securities and Exchange Commission)
-
Bangladesh: BSEC (Bangladesh Securities and Exchange Commission)
🔹 Hedge Fund বা Asset Management Firm হিসেবে রেজিস্ট্রেশন করলে দীর্ঘমেয়াদে ট্রাস্ট তৈরি হবে।
৬. PAMM/MAM সিস্টেম সেটআপ:
PAMM (Percent Allocation Management Module) এবং MAM (Multi-Account Manager) হলো দুই ধরনের Fund Management System, যা বিনিয়োগকারীদের ফান্ড একসঙ্গে ম্যানেজ করতে দেয়।
🔥 PAMM vs. MAM: পার্থক্য কী?
✅ PAMM (Profit Sharing Based)
-
ইনভেস্টর তাদের ফান্ড ব্রোকারের PAMM সিস্টেমে জমা রাখে।
-
ট্রেডার ট্রেড পরিচালনা করে এবং লাভ হলে শেয়ার পায়।
-
প্রফিট অটোমেটিক শেয়ার হয়, কোনো ম্যানুয়াল কাজ নেই।
-
ব্যবহারযোগ্য ব্রোকার: Alpari, FXTM, HotForex, Roboforex
✅ MAM (Flexible Control)
-
ট্রেডার একাধিক অ্যাকাউন্টে একসঙ্গে ট্রেড করতে পারে।
-
প্রফিট এবং লট সাইজ ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়।
-
ইনভেস্টরদের জন্য আরও বেশি কাস্টমাইজড রিস্ক সেটিংস থাকে।
-
ব্যবহারযোগ্য ব্রোকার: Blueberry Markets, Pepperstone, Tickmill, FP Markets
৭. বিনিয়োগকারী আকর্ষণ:
🎯 (A) পারফরম্যান্স প্রমাণ করুন (ট্র্যাক রেকর্ড)
- Myfxbook, FXBlue, MQL5, Funded Account Certificate ইত্যাদির মাধ্যমে প্রমাণ করুন যে আপনি লাভজনক ট্রেডার।
- অন্তত ৬-১২ মাসের ভেরিফাইড পারফরম্যান্স তৈরির চেষ্টা করুন। বড় ফার্মগুলো ভালো রেগুলেটেড ব্রোকারের পোর্টফলিও অনেক মূল্যায়ন করে।
🌍 (B) সোশ্যাল মিডিয়া ও কমিউনিটি ব্যবহার করুন
- Facebook, Telegram, Discord, LinkedIn-এ ট্রেডিং রেজাল্ট শেয়ার করুন।
- ট্রেডিং সম্পর্কিত গ্রুপে একটিভ থাকুন এবং আপনার স্ট্রাটেজি শেয়ার করুন।
🤝 (C) বিনিয়োগকারীদের জন্য অফার দিন
- Profit Sharing Model (যেমন: 30% ট্রেডার, 70% ইনভেস্টর)
- Risk-Free Trial Offer (প্রথম মাস লস হলে পুরো লস বহন করা)
- Small Investment Option (যেমন: $500 মিনিমাম ইনভেস্ট)
📣 (D) কন্টেন্ট মার্কেটিং করুন
- YouTube বা Blog এ ট্রেডিং এনালাইসিস শেয়ার করুন।
- Trading system বা লাইভ ট্রেডিং ভিডিও প্রকাশ করুন।
- বিনিয়োগকারীদের সাথে প্রশ্ন-উত্তর সেশন করুন।
৮. শক্তিশালী রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান:
📌 ম্যাক্সিমাম ড্রডাউন ১০-১৫% সীমার মধ্যে রাখুন
📌 স্টপ লস ও রিস্ক টু রিওয়ার্ড রেশিও বজায় রাখুন
📌 ফরেক্স, গোল্ড, স্টক বা ইনডেক্স – ডাইভারসিফাই করুন