প্রতি সপ্তাহে একটা করে এন্ট্রি

আপনাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ট্রেডিং সিস্টেম শেয়ার করেছিলাম যেটাতে প্রতি সপ্তাহে একটি করে এন্ট্রি নেবার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই পোষ্টে আমি সেই Weekly Gap System এর উপর বেসড করে এন্ট্রি নেবো। যারা ভিডিওটি দেখেন নি তারা নিচে থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।

প্রতি সোমবারে এন্ট্রি নিয়ে সেটা শুক্রবারে ক্লোজ করা হবে। এ সপ্তাহে GBPJPY & GBPUSD পেয়ার নীচের দিকে গ্যাপ দিয়ে অপেন হয়েছে তাই আমরা একটা করে Buy / Long এন্ট্রি নিয়েছি। আর এই এন্ট্রি ক্লোজ করা হবে শুক্রবার মার্কেট ক্লোজিংয়ের কিছু আগে। আপনারাও আমার সাথে ছোট লটে একটা এন্ট্রি নিয়ে রাখতে পারেন।

GBPJPY CHART

GBPUSD CHART

এই এন্ট্রিগুলোর আপডেট প্রতিদিন একবার করে আপডেট করা হবে। দিনশেষে কত পিপস প্রফিট / লসে আছে সেটা এখানেই পোষ্টের নীচে আপডেট জানানো হবে।

সোমবার

রাত 11:59 মিনিট
GBPJPY : -09 Pips
GBPUSD : -25 Pips
————————————-
Total : -34 Pips running loss 🙁

মঙ্গলবার

রাত 11:59 মিনিট
GBPJPY : 126 Pips
GBPUSD : 44 Pips
————————————-
Total : 170 Pips running profit 🙂

বুধবার

রাত 11:59 মিনিট
GBPJPY : Pips
GBPUSD : Pips
Total : Pips

বৃহস্পতিবার

রাত 11:59 মিনিট
GBPJPY : Pips
GBPUSD : Pips
Total : Pips

শুক্রবার

রাত 11:59 মিনিট
GBPJPY : Pips
GBPUSD : Pips
Total : Pips

সপ্তাহ শেষে দুই এন্ট্রিতে মোট ………… পিপস প্রফিট / লস।