WeMasterTrade Bangladesh Grand Event
অনেকে ছোট একটা মিটআপের কথা বলছিলেন। আজ আমাদের গ্রুপে Al Amin ভাই একটা পোস্ট করেছিলেন। তখন ভাবছিলাম কিভাবে কি করা যায়। এরপর মনে হলো এই মাসের শেষদিকে WeMasterTrade Bangladesh Grand Event: 2026 অনুষ্ঠিত হবে ঢাকায়। চাইলে তো সেখানেই আমাদের একটা ছোটখাট মিটাপ করে ফেলা যায়। আর ইভেন্ট যেহেতু WeMasterTrade এর CEO থাকবে সেহেতু সেখানে আপনার কোন প্রশ্ন / সাজেশন থাকলেও দিতে পারবেন। যেহেতু শনিবার ইভেন্ট সেহেতু অনেকেই অংশ নিতে পারবেন। লম্বা সময় নিয়ে যেহেতু ইভেন্টটি হবে তাই নিজেদের মাঝে নেটওয়ার্ক বিল্ডিং থেকে শুরু করে আড্ডাও দিতে পারবেন। চেষ্টা করুন আগামী ২৪ জানুয়ারি, ২০২৬ ইভেন্টটিতে অংশ নিতে। স্পেশালি যারা অনেকদিন থেকে আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন। নিচের নির্দেশনাগুলো মন দিয়ে পড়ুন এরপর সবগুলো স্টেপ ফলো করুন। স্টেপ বেশি না, WeMasterTrade এ একাউন্ট থাকা লাগবে আর সবার নিচের দিকে Programme Registration করে নিতে হবে। দুটো রেজিস্ট্রেশন একই মেইল দিয়ে করবেন।
অংশগ্রহণের জন্য সবার আগে আপনাকে একাউন্ট করতে হবে WeMasterTrade এ। রেজিষ্ট্রেশন করে ইমেল ভেরিফাই এবং KYC করে নিবেন।
অংশগ্রহণের জন্য সবার আগে আপনাকে একাউন্ট করতে হবে WeMasterTrade এ। রেজিষ্ট্রেশন করে ইমেল ভেরিফাই এবং KYC করে নিবেন।
Registration link: https://my.wemastertrade.com/register?ref=023900
একাউন্ট করার পর ইমেল ভেরিফিকেশন এবং KYC সম্পন্ন করুন আপনার NID দিয়ে। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে সেখানেও আপনার NID এর ছবি দিয়ে দিতে পারেন।যাদের আগে থেকে একাউন্ট আছে তাদের নতুন করে একাউন্ট করার দরকার নেই। যে মেইল দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন সেই ইমেইল দিয়ে ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
WeMasterTrade একাউন্ট শেষ করার পর অনুগ্রহ করে নিচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। ইভেন্টের দিন রিসেপশন ডেস্কে আপনার WeMasterTrade রেজিস্টার্ড ইমেইল দিয়ে যাচাই করা হবে। প্রোগ্রামে তাদের নানা ইভেন্টের পাশাপাশি আমরা নিজেরাও আড্ডা দিতে পারবো।
Programme Registration link: https://tinyurl.com/Letsmeet26
তারিখ: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
সময়: সকাল ৯:০০ AM – বিকাল ৩:০০ PM
লোকেশন: সাহাল ইন্টারন্যাশনাল কনভেনশন হল, মিরপুর-১০, ঢাকা।
Google Maps: https://maps.app.goo.gl/LUbrCULiPwp67fTR9
মনে রাখবেন এই রেজিস্ট্রেশনটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। আপনার সাথে গেস্ট থাকলে, প্রত্যেককে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে।











