Is Your Mind Your Biggest Market Enemy?
আমাদের মাঝে বেশিরভাগ ট্রেডার মনে করি আমাদের এনালাইসিস ঠিক হয়না। এজন্য আমরা লস করি। কিন্তু আসলে বিষয়টা মোটেও এরকম কিছু না। এনালাইসিসের পাশাপাশি মানসিক কিছু ব্যাপারও জড়িত।
বলতে পারেন, It’s performance anxiety.
সবসময় আমাদের মনে যেটা আসে,
→ এই ট্রেডটা Win না হতে পারলে বড় লস হয়ে যাবে। লসের চিন্তা সবসময় মাথায় থাকে এবং এটা পেইন দেয়।
→ প্রফিট করতেই হবে / প্রপ ফার্মের পেআউট দ্রুত পেতেই হবে এমন চিন্তা ঘুরপাক খায়।
→ আশেপাশের অনেকের প্রফিট শেয়ার দেখে নিজের প্রতি আত্মবিশ্বাস কমতে থাকে।
Short-term pressure creates long-term inconsistency.
যখন আপনার ব্রেইন উপরের চাপগুলোতে বেশি ফোকাসড হয় তখন,
☑ প্রফিটেবল ট্রেড দ্রুত ক্লোজ করে ফেলেন।
☑ লস হলেও একই ট্রেন্ডে বার বার ট্রেড নিতে থাকেন। এতে করে ডাউনট্রেন্ডে বেশি বেশি Buy এবং আপট্রেন্ডে লস হবার পরেও Sell নিতে থাকেন।
☑ একটা লসের পর নিয়মের বাইরে গিয়ে ট্রেড নিতে থাকেন এবং এই একই ভুল বার বার করতে থাকেন।
☑ এত চাপের মাঝে দেখা যায় আপনার সিস্টেমের ভালো ভালো সেটআপ মিস করে ফেলেন।