সোসাল মিডিয়াকে রাখুন সাইডে

ফেসবুকে বিভিন্ন গ্রুপে সময় দিলে মোটামোটি অনেক কিছুই জানা যায়, শেখা যায়। আমি নিজেও অনেককে ফলো করি ফেসবুক আর লিংকডইনে। কিন্তু সোসাল মিডিয়াতে আরেকটা জিনিস যেটা বেশি হয় সেটা সমালোচনা, নেগেটিভিটির চর্চা। দেখবেন একটা ভালো এনালাইসিস বা পোষ্টে কমেন্ট যদি হয় ১০টি, একটি নেগেটিভ পোষ্টে কমেন্ট হবে ১০০টি। এজন্য যতটা পারবেন অল্প সংখ্যক গ্রুপ / ব্যক্তিকে ফলো করতে পারেন। যত বেশি গ্রুপে এড থাকবেন তত বেশি কনফিউসড হবেন। সেজন্য যতটা সম্ভব কম সময় সোসাল মিডিয়াতে খরচ করে নিজের পেছনে সময় ব্যয় করুন। দিনশেষে কিন্তু আপনার অর্জিত জ্ঞান, সিস্টেম দিয়েই ট্রেড করতে হবে।