টাকা থাকলেই কি ট্রেডার হওয়া যায়?
টাকা থাকলেই যেমন ব্যবসায়ী হওয়া যায় না তেমনি ট্রেডিং এর ক্ষেত্রেও আপনার ডিপোজিট আছে বলেই আপনি ভালো ট্রেড পারবেন এটারও কোন গ্যারান্টি নেই। যদি তাই মানেন তাহলে যতদিন আপনার ডিপোজিট করার ক্ষমতা আছে ততদিন ডিপোজিট না করে কেন একটা প্রপার লার্নিং প্রসেসে সময় দিতে আপনি নারাজ। এই বিষয়টা যখন বুঝেন তখন হয়তো সেই প্রশিক্ষন নেবার টাকাও আপনার হাতে থাকে না। সামর্থ্য অনুযায়ী যা ছিল সব ডিপোজিটের চক্রে হারিয়েছেন। অল্প সাতার শিখে যেমন সমুদ্রে লাফ দেয়া বোকামি তেমনি ট্রেডিং সম্পর্কে সাম্যক ধারনা না নিয়ে ডিপোজিট করাটাও বোকামি। তাই সবসময়ের মতো বলবো নিজেকে স্কীলড করুন। অনলাইনে প্রচুর পেইড কোর্স পাবেন সেগুলো মন দিয়ে দেখুন। সেভাবে চর্চা করুন, প্রয়োজনে টিম করুন অথবা কাছের কোন সিনিয়র বড় ভাই / মেন্টরের সহায়তা নিন। আপনার লক্ষ্য স্থির থাকলে কেউ আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না।
এতকিছুর পরেও কিন্তু অনেকে ব্যবসায় সফল হতে পারে না। আমাদের সেদিকটাও ভাবতে হবে। সেদিক ভেবে একটা ব্যাকআপ প্ল্যানও রেডি রাখতে হবে। যাতে করে আমরা কোন ব্যবসা বা কাজে সফল না হতে পারলেও যেন জীবন থেমে না যায়। অনেককে দেখছি ২ বছর হয়নি এখনি ফরেক্সকে ফুলটাইম পেশা হিসেবে নিতে চাচ্ছেন, অনেকে চাকরি ছাড়তে চাচ্ছেন। এসব না করে ফরেক্সকে সেকেন্ডারী একটা ইনকাম সোর্স হিসেবে রাখুন। ধরে নিন আপনি একটা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত আছেন যেটাতে লাভ লসের ব্যাপার আছে। তখন দেখবেন লস হলেও গায়ে লাগবে না। আবার এমনও কিন্তু করা যাবে না যে আপনার চাকরির বেতন ৩০ হাজার আর আপনি ডিপোজিট করে বসে আছেন ২ লাখ। এতে করে কিন্তু আপনার চাকরির পারফরমেন্সে যেমন আঘাত পড়বে তেমনি ট্রেড করেও লাভবান হতে পারবেন না। তাই আপনার মূল ইনকামে একটা ছোট অংশ ডিপোজিট করে নিজেকে স্কীলড করতে থাকুন।
সাফল্য ধরা দেবেই দেবে।