ফান্ডামেন্টাল / টেকনিক্যাল সহজ যুক্তি

ধরুন আপনি ঢাকার একটি ব্যস্ত রাস্তা পার হবেন। রাস্তায় অনেক গাড়ি, বাইক, সিএনজি এক এক করে চলছে। এখন আপনি তো অবশ্যই হুটহাট দৌড় দিবেন না। এখানে আমি ধরে নিচ্ছি রাস্তার যানবাহন গুলো ফান্ডামেন্টাল নানা ধরনের নিউজ। একটা ধীরে চলছে, আবার আরেকটা অনেক স্পীডে। আপনাকে এসব যানবাহনের গতিবিধি লক্ষ্য করেই কিন্তু রাস্তাটা পার হতে হবে। টেকনিক্যালি কিন্তু আপনি রাস্তা পার হবেনই। একটু আগে অথবা পরে। তেমনি মার্কেট কিন্তু আপনার টেকনিক্যাল এনালাইসিস অনুসারে যাবে কিছু আগে অথবা পরে। যদি ফান্ডামেন্টাল নিউজের (যানবাহনের) দিকে লক্ষ্য না রেখে ট্রেড (রাস্তা পার) করতে চান তাহলে সমূহ দূর্ঘটনার সম্ভাবনা থেকেই যাবে।

তাই আমি যেটা মনে করি নিজের একাউন্টের সুরক্ষার জন্য এজন্য ফান্ডামেন্টাল নানা ইস্যুকে মাথায় রেখে ট্রেড করতে পারলে ভালো ফল পাবেন। তবে High Impact নিউজের সময় রানিং ট্রেডগুলো পার্শিয়াল ক্লোজ করে দেয়া বুদ্ধিমানের কাজ। কারন স্পাইক হয়ে আপনার সারা সপ্তাহের একটা রানিং ট্রেডকে নিমিষেই স্টপ লস / ব্রেক ইভেন হিট করিয়ে দিতে পারে।