ট্রেডে পরনির্ভরশীল না হয়ে নিজে শিখুন

নিজে করুন মাছ চাষ (পিপস চাষ)
সুখে থাকুন ১২ মাস 

ইদানিং কয়েকজনের সাথে জুমে কথা বললাম। সবার টুকটাক ট্রেডিং সিস্টেম বিল্ড আপ করার চেষ্টা দেখে ভালো লাগলো। তারপর তারা কিছু বিষয় শেয়ার করলো:

১. এনালাইসিস তার নিজেরটা অনুযায়ী ট্রেড নেবার পর যখন দেখে সিনিয়র কোন ট্রেডার ভাই সিগনাল দিয়েছে আরেকটা। তখন তারা তাদের নেয়া এন্ট্রি ক্লোজ করে সেই সিনিয়র ভাইকে অনুসরন করে খেলো স্টপ লস।

২. বিভিন্ন গ্রুপে সবার নানা ধরনের পোষ্ট দেখে প্রায়ই তারা কনফিউসড হয়ে যায়। কেউ বলে টেকনিক্যাল ভালো, কেউবা কপিতে ডাকাডাকি করে আবার কেউবা বলে প্রাইজ একশন, ফান্ডামেন্টালই সব।

আসলে আমাদের এই শেখার পথটা খুবই উচুনিচু। নানা মুনির নানা মত। এজন্য দেখা যায় নতুনরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। যারাই আজ মোটামোটি সফল বা সফলতার দ্বারপ্রান্তে তারাও অনেক চড়াই উতরাই করেই এই পর্যন্ত এসেছেন।