চার্টে কোন এন্ট্রি নাই, এইডা কিছু হইলো ;)
বাইরে থেকে আসছি MT4 খুলে দেখি কোন ট্রেড নাই। আরে ট্রেড না থাকলে কি ভালো লাগে। একটা রেনডম পেয়ার খুলে নিলাম একখান বাই। আরে গোল্ড তো অনেক উপরে উঠছে, মারি একটা সেল। তারপর ট্রেড যখন লসে যাওয়া শুরু করলো তখন বিভিন্ন গ্রুপে সবার এনালাইসিস দেখা আর মন্তব্য ভাই এটা করে নাগাদ নামবে, আর ওদিকে দিনকে দিন রানিং লস ২অংক থেকে ৩অংকে উকি দিচ্ছে।
এরকম ঘটনা যারা ট্রেডিং জগতে আছি তাদের বেশিরভাগের জীবনে হয়েছে। কারো কম আবার কারো বেশি। আবার কেউবা এখনো এই চক্র থেকে বেরই হতে পারে নি। বিশাল একটা অন্ধকার চক্র। যেখানে আমরা ট্রেড খোলার পর সেটি একটা ভালো এমাউন্ট লসে যাবার পর এনালাইসিস, এক্সপার্ট অপিনিয়ন খুজি। ভালো সেটআপ বা কনফার্মেশন ছাড়া যে কোন পেয়ারে এন্ট্রি নেয়াই বোকামি- এই সরল কথাটা কেন জানি আমরা মাথায় বেশিদিন রাখতে পারি না। ফলাফল মার্কেটে বড়সড় মুভ হলে সবাই হা হুতাশ শুরু করি। ট্রেড অপেন করার আগে সেটার রিস্ক কত % থাকবে সেটা ঠিক না করে ধরেই নেই ট্রেড প্রফিটেই যাবে। আজ না হয় কাল। আসুন না এখন থেকে ট্রেড নেবার আগে রিস্ক % হিসাব করে ট্রেড নেই, ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেড নেই। তাহলে মার্কেট আসমানে যাক অথবা জমিনে কোন রকম চাপ অনুভব করবেন না।