Trading mistakes and short solutions

আমরা ট্রেডিংয়ে আমাদের সমস্যাগুলো একসাথে কন্ট্রোল করার চেষ্টা করি, যেটা পারতপক্ষে অসম্ভব। চেষ্টা করুন এক এক করে সমস্যাগুলো সলভ করার, সময় একটু বেশি লাগলেও আপনার ট্রেডিং জার্নিটা অনেক সহজ হবে।

FOMO: নিজেকে রোবটের মতো তৈরি করার চেষ্টা করুন। স্পেসিফিক ট্রেডিং রুলের বাইরে গিয়ে ট্রেড নেয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। নিজের দিকে একটু তাকালেই বুঝবেন যতবার বড় লস করেছেন ততবার নিজের সিস্টেম, প্ল্যান এর বাইরে গিয়েই লসগুলো হয়েছে। যদি আপনার প্ল্যানমতো সেটাপ না পান তাহলে অপেক্ষা করুন। যত বেশি ধৈর্য্য ধরতে পারবেন আপনি তত ভালো রিওয়ার্ড পাবেন মার্কেট থেকে।

Over-trading: Trading pair list যত কম রাখবেন তত অভারট্রেডিং কন্ট্রোলে আসবে। ২-৩ টার বেশি ট্রেডিং পেয়ারে সেটআপ না খুজাই ভালো। এন্ট্রি একটু কম পেলেও মাথা ঠান্ডা রেখে ট্রেড করা সম্ভব যদি সীমিত পেয়ারে ট্রেড নিতে পারেন। High volatile pair গুলো এভয়েড করার চেষ্টা করুন। সবথেকে ভালো মেজর পেয়ারে ট্রেড নিতে পারলে। 

Emotions: যত পারেন আপনার সিস্টেমের ব্যাকটেস্ট ফরওয়ার্ড টেস্ট করুন। আপনার ট্রেডিং সিস্টেমের উপর ভরসা আনার চেষ্টা করুন। তাহলে দেখবেন ট্রেড দিলেও emotions তেমন প্রভাব খাটাতে পারবে না। যখন দেখবেন আপনার ট্রেড সেটাপ আসার পরেও নিতে পারছেন না; তারমানে আপনার সিস্টেমের উপর আপনার পূর্ন বিশ্বাস এখনো স্থাপন হয় নি। এজন্য নিজেকে সময় দিন, নিজের ট্রেডিং সিস্টেমকে আরো শান দিন। 

Greed: লোভে পাপ, পাপে লস। চেষ্টা করুন একটা সুন্দর রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে ট্রেড করার। আর সবথেকে বড় যে বিষয় ট্রেড নেবার পর সেই ট্রেডে কত % রিস্ক নিবেন সেটা আগে নির্ধারন করে নিন। দৈনিক একটা স্পেসিফিক লস হলে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করুন।