Say No to Demo Contest
বিভিন্ন ব্রোকার নানা সময়ে Demo Contest এর আয়োজন করে থাকে। অনেক সময় সেটা হয় সাপ্তাহিক আবার অনেক সময় হয় মাসভিত্তিক। সবচেয়ে বেশি যার ব্যালেন্স থাকে সে হয় বিজয়ী। Demo Contest এ যারাই অংশগ্রহন করে তারা বিজয়ী হওয়ার জন্য এগ্রেসিভ ট্রেড করে। অবাস্তব সাইজের লটও অপেন করে থাকে। এতে করে কি হয় এইসব ট্রেডাররা যখন রিয়েলে আসে তখন সেই অভারলট, ব্যালেন্স বেশি করার প্রতিযোগীতা এগুলো মনের মাঝে থেকে যায়। ফলাফল সবার জানা। দ্রুতই বেশি গেইনের আশায় বার বার ব্যালেন্স জিরো করে ফেলে। এজন্য যে সকল ব্রোকারে বিভিন্ন ডেমো কনটেস্ট আয়োজন করে এবং টার্গেট থাকে সবচেয়ে বেশি ব্যালেন্স যার সেই উইনার- এই টাইপ কনটেস্ট এড়িয়ে চলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এভাবে ডেমো কনটেস্টে না গিয়ে প্রয়োজনে ১০ ডলার সেন্ট একাউন্টে ডিপোজিট করে রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার অভ্যাস করুন। তাহলে দীর্ঘমেয়াদে টিকে থাকার কৌশল রপ্ত করতে পারবেন।
Demo Contest আপনাকে এগ্রেসিভ করে তুলবে যেটা থেকে আবার স্বাভাবিক ট্রেডে ফিরে আসা সম্ভব নাও হতে পারে।
দারুণ
ধন্যবাদ।