Affiliate cash back from prop challenge
আপনারা অনেকেই অবগত আছেন আমি আমার Prop Discussion BD গ্রুপে অনেক আগে থেকেই FTMO, The5ers, FX2 Funding থেকে আমার রেফারেল থেকে কেউ কোন প্যাকেজ ক্রয় করলে সেটা থেকে প্রাপ্ত কমিশনের একটা অংশ রিফান্ড করি। অনেকেই রেফারেল লিংক চেয়ে থাকেন সেই কমিশন নেবার জন্য। এজন্য এই পোষ্টে আমি আমার এফিলিয়েট লিংকগুলো শেয়ার করে দিচ্ছি যাতে করে এক জায়গায় সবগুলো ফার্মের লিংক পেয়ে যান।
FTMO- https://ftmo.com/?affiliates=635
FX2 Funding- https://dashboard.fx2funding.com/challenges?affiliateId=21
The5ers- https://the5ers.com/?ref=11192
একেক জনের ট্রেডিং সিস্টেম একেক রকম, রিস্ক নেওয়ার ধরনটাও আলাদা। আমি সাজেস্ট করি আপনার রিস্ক ম্যানেজ আর ট্রেডিং এর বিষয়ে সরাসরি প্রপ ফার্মের সাপোর্টে মেইল করে জেনে নিবেন কোন ইস্যু আছে কিনা। আর তাদের সেই মেইলের রিপ্লাই রেখে দিবেন ভবিষ্যতে একটা প্রমাণস্বরূপ। সস্তা খুজতে গিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। দেখা যায় চ্যালেঞ্জ পাশ করার পর উইথড্র পাইনা, ফান্ডেট একাউন্ট পাইনা। এজন্য সব থেকে ভালো শুরু থেকেই সব জেনে বুঝে কোন ফার্মের চ্যালেঞ্জ একাউন্ট নেয়া।
পরপর দুটো স্টেপ পাস করা যেমন সময় সাপেক্ষ তেমনি আপনার পরিশ্রম, স্ট্রেস জড়িয়ে আছে। জড়িয়ে আছে অনেক স্বপ্ন। তাই স্বপ্নভঙ্গ যেন না হতে হয় সেজন্য চেষ্টা করবেন রেপুটেড ফার্মগুলো থেকে প্যাকেজ ক্রয় করতে। বাজেট কম হলে অপেক্ষা করবেন, তারপরো সস্তা খুজতে যাবেন না।