অজুহাত কে জানান Tata Bye bye
আমাদের জাতিগত একটা বাজে অভ্যাস আছে। কোন কাজ করতে দিলে সেটা যদি কোন কারনে না শেষ করতে পারি বা যেভাবে বলা হয়েছে সেভাবে করতে ব্যর্থ হই তাহলে নানা ধরনের অজুহাত দেখাই। কোনভাবেই নিজের ভুল বা ব্যর্থতাকে স্বীকার করতে চাই না। অনেক ট্রেডার ভাইদের দেখেছি নানা ধরনের দিক নির্দেশনা দেবার পরেও তারা কোন কারনে সেসব ফলো করে না। আর যদি শুরুও করে কাজের অগ্রগতি জিজ্ঞাসা করা হলে নানা ধরনের অজুহাত প্রস্তুত করে ফেলে। তখন সত্যি খারাপ লাগে। সবাই কেন জানি High Return base ট্রেডিং এর চিন্তা করে। ধুপধাপ বড়লোক হবার প্ল্যান অনেক ট্রেডারের মনে। সেজন্য যখন কেউ তাদের কোন লং টার্ম দিক নির্দেশনা দিতে চায় তখন সেটা তাদের মনে ধরেনা। তারা সবসময় তাদের টুকটাক সফল ট্রেডগুলো সবখানে শেয়ার করে। কিন্তু সফল ট্রেড থেকে কিন্তু শেখা যায় না, শেখা যায় ভুল থেকে, ভুলগুলো শেয়ার করা থেকে।
আপনার নিজের দূর্বলতা যদি আপনি শেয়ার না করেন, আলোচনা না করেন তাহলে তো কখনই সেই চক্র থেকে বের হতে পারবেন না। এই সহজ জিনিসটা বুঝতে কারো লাগে বছর খানেক আবার কারো সারা জীবনেও হয়না।