স্কীল ডেভেলপমেন্টের বিকল্প নেই
আমাদের নিজের স্কীল নিজেদের ভবিষ্যতের জন্য ডেভেলপ করতেই হবে। দিনশেষে আপনি আমি সবাই একা। নিজের টা নিজেকেই দেখতে হবে। পরনির্ভরশীলতা থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। পৃথিবীর কোন কিছুই সহজে পাবেন না, আপনাকে অর্জন করে নিতে হবে। সেই অর্জন করার জন্য যে স্কিল দরকার নিজেকে সেভাবে গড়ার চেষ্টা করুন।
অর্থ উপার্জনের হাজারো মাধ্যম রয়েছে। একটা ফিক্সড জব, ব্যবসার পাশাপাশি ট্রেড করার চেষ্টা করুন। সবাইকে দিয়ে সবকিছু হয়না, এটা আমাদের মানতেই হবে। এমন অনেক ট্রেডার দেখেছি ৭-৮ বছর হয়ে গেছে কিন্তু এখনো সাইকোলজিক্যালি দূর্বল। অনেককে দেখেছি টেনশন না নিতে পেরে হার্টের নানা রোগ বাধাতে। জোর করে আর যাই হোক এই ট্রেডিংটা হয় না। তাই যখনি মন থেকে বুঝবেন যে হচ্ছে না তখন সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই সহজ ব্যাপারটা কেন জানি আমরা কখনই মানতে চাই না। ফলাফল দেখা যায় একটা বড় ধরনের আর্থিক ক্ষতির পর হয়তো বুঝতে পারি কিন্তু তখন ঘুরে দাড়ানোর মতো শক্তি, সামর্থ্য কিছুই থাকে না। সবাই কিন্তু আমরা পড়াশুনা করি। হাতে গোনা কয়েকজন হয়তো বিসিএস ক্যাডার, কেউবা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। এখন আমার সেই পরিমান মেধা না থাকা সত্তেও যদি আমি জেদ ধরে পরে থাকি তাহলে সেটা হবে সময়ের অপচয়। আপনার মেধা কোন ক্ষেত্রে ভালো কাজ করে সেটা খুজে বের করে নিজেকে সেই সেক্টরে বেস্ট করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন সেই কাজে মজা পাবেন আর সফলতার পথটাও অনেক সাবলীল হবে।