ডানে বামে না তাকিয়ে নিজের সিস্টেমে ট্রেড করুন
আমাকে অনেকে ফরেক্স এনালাইসিসের নানা গ্রুপ / মেসেঞ্জার গ্রুপে নানা সময়ে এড করে থাকেন। কেউবা অনুমতি নেন, আবার কেউবা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না। এভাবে হয়তো আপনিও নিজ উদ্যোগে বা না চাইতেও নানা গ্রুপে এড হয়ে আছেন। হয়তো ভাবছেন গ্রুপে সবার এনালাইসিস দেখে আপনি ট্রেড নিয়ে লাভবান হতে পারবেন। কিন্তু আদতে কিন্তু এটা হয় না। উপকারের থেকে আপনার ক্ষতিই বেশি হয় এসব গ্রুপ থেকে। কারন, আপনি যে সিস্টেমে ট্রেড করেন সেখানের এন্ট্রি এক্সিট প্ল্যান কিন্তু অন্য সবার থেকে আলাদা। দেখা গেল আপনার সেটআপে আজকে একটা পেয়ারে BUY সেটআপ আছে, কিন্তু সিনিয়র, জুনিয়র অনেকে সেখানে SELL নিচ্ছে বা নিবে বলে গ্রুপে কথাবার্তা চলছে। এখন যদি কোনভাবে আপনি আপনার এনালাইসিস সেখানে শেয়ার করেন যে আজকে BUY হতে পারে এবং দিনশেষে যদি SELL হয় তাহলে মোটামোটি সবাই মিলে আপনার সিস্টেমের সমালোচনা করে ফেনা তুলে ফেলবে। আবার হয়তো আপনার এনালাইসিস ঠিক হলো তখন বাকি সদস্যরা আপনাকে গুরু বস বানিয়ে দেবে যেটার দ্বারা আপনি আরো অভার কনফিডেন্স হয়ে পড়বেন। আর অভার কনফিডেন্স হলেও কিন্তু আপনার ট্রেডিং সিস্টেমে বা সিদ্ধান্ত নেয়াতে প্রভাব পড়বে।
তাহলে কি করবেন?
পরনির্ভরশীলতা, নিজের ট্রেডিং সিস্টেমে আত্মবিশ্বাস না থাকা এসব বিষয় থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করতে হবে। আমি আমার পরিচিত যারাই টুকটাক কথা বলতে আসে তাদের সবাইকে বলি ফেসবুকের যত এনালাইসিস শেয়ারিং গ্রুপ আছে সবগুলো থেকে নটিফিকেশন অফ করে শুধুমাত্র একটা গ্রুপ বা একজনকে ফলো করতে। যত বেশি এদিক সেদিক ঘুরবেন তত বেশি কনফিউসড হবেন। এই কনফিউশনের ব্যাপারটা আমরা বুঝতে পারি না, সেজন্য দেখা যায় ৩-৪ বছর হবার পরেও আমাদের কোন নির্দিষ্ট ট্রেডিং সিস্টেম থাকে না। তাই আজ থেকে আসুন সবকিছু সাইডে রেখে নিজে কিছু করার চেষ্টা করি। কে কোথায় কি বলছে এসবে সময় না দিয়ে নিজের সিস্টেমে স্থির থাকি, ট্রেডিং সিস্টেমের দুর্বলতা গুলো সর্বোপরি নিজের দুর্বল জায়গাগুলোকে শোধরানোর চেষ্টা করি। তাহলে হয়তো একজন ট্রেডার হিসেবে ভবিষ্যতে পরিচয় দিতে পারবো।